ঢাকা (দুপুর ২:১৪) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সিলেটের ব্যবসায়ীরা দোকানপাট, শপিংমল খুলতে আগ্রহী নন

অর্থনীতি ২৫৩২ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:১৮, ৭ মে, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: বর্তমান করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে সিলেটের ব্যবসায়ীরা দোকানপাট, শপিংমল খুলতে আগ্রহী নন। এ নিয়ে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং বৈঠক করছেন। ব্যবসায়ীরা বলছেন, সরকার আমাদের কল্যাণের কথা চিন্তা করে হয়তো দোকানপাট খোলার অনুমতি দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে দুটি কারণ বিদ্ধমান থাকায় ঈদের আগে দোকানপাট এবং শপিংমল খোলা রাখা সম্ভব নয়। প্রথমত: সিলেটে করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি রয়েছে। প্রতিদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে করোনা পজেটিভের রির্পোট আসছে। যা উদ্বেগজনক। এই অবস্থায় শপিংমলগুলো খুললে সিলেটে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। দ্বিতীয়ত: সিলেট মহানগরের ক্রেতারা ঈদে কেনাকাটা না করার ঘোষণা দিয়েছেন। তারা অনেকেই ঈদের কেনা-কাটার অর্থ অসহায় মানুষদেরে বিলিয়ে দিয়েছেন। তাছাড়া সিলেটের সাথে অন্যান্য জেলা উপজেলার লকডাউন রয়েছে এতাবস্থায় দোকান-পাট খুলে ব্যবসায়ীরা লাভবান হবার সুযোগ নেই। তারা বলছেন ক্রেতাহীন দোকান খুললেই ইলেক্টিক বিল, ভ্যাট, ট্যাক্স এবং ঈদ বোনাস প্রদান করতে হবে। এই টাকা কোথা থেকে আসবে। তারা বলেন ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেট এই একই কারণে না খোলার ঘোষণা দিয়েছে।। আগামী ৯ মে সিলেটের জেলা প্রশাসকের সাথে দোকান-পাট খোলা নিয়ে ব্যবসায়ীদের মিটিং হবার কথা রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন তারা এই দুটি বিষয় জেলা প্রশাসকের কাছে তোলে ধরবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT