মৌলভীবাজারে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষীকি পালিত
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার রবিবার সন্ধ্যা ০৬:১৯, ১৫ আগস্ট, ২০২১
জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্যা নিবেদনের মধ্য দিয়ে দিনভর শোক দিবসের নানা কর্মসৃচী শুরু হয়।
রোববার সকাল ৯ ঘটিকার সময় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পরে মৌলভীবাজার-ও রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন, এমপি, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সদর উপজেলা আওয়ামীলগ সভাপতি আকবর আলি ও সাধারন সম্পাদক আবদুল মালিক তরফদার ভিপি সোয়েব, ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, ইমজার সভাপতি রাধা পদ দেব সজল,জেলা ভোক্তা অধিদপ্তরের পরিচালক মোঃ আল-আমিন,জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম শ্রদ্ধা জানান ।
পরে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতীক দলের বিভিন্ন অঙ্গ সংগঠন গুলো ফুল দিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।