ঢাকা (সকাল ১০:৫৩) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মৌলভীবাজারে রেকর্ড ১৮৮ জন করোনা রোগী শনাক্ত

মো; জাকির হোসেন,মৌলভীবাজার  মো; জাকির হোসেন,মৌলভীবাজার  Clock রবিবার বিকেল ০৫:১৩, ১৮ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৌলভীবাজার জেলায় একদিনে শনাক্ত হয়েছেন ১৮৮ জন।

(১৮ জুলাই)রোববার সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে,সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে।আজ শনাক্তের হার ৩৬ দশমিক ৬ শতাংশ। ২৪ ঘণ্টায় এই জেলায় ৯ জন সুস্থ হয়েছে।তবে কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

নতুন শনাক্ত ১৮৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৭৯ জন, রাজনগরে ১৩ জন, কমলগঞ্জে ৮ জন, কুলাউড়ায় ৩১ জন, শ্রীমঙ্গলে ১৩ জন, বড়লেখায় ২২ জন ও জুড়ীতে ২২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৩০২ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে সুস্থ হওয়া ৯ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে শ্রীমঙ্গলের ৪ জন ও কমলগঞ্জের ৫ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২০ জনে।

জেলায় এখন পর্যন্ত ৪৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।যাদের মধ্যে রাজনগরে ৪ জন, কুলাউড়য় ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ীতে ৩ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ২৪ জন রয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT