ঢাকা (রাত ১২:৪০) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মৌলভীবাজারে ব্যংক কর্মকর্তা সহ করোনা আক্রান্ত দুজন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:০৪, ২৫ এপ্রিল, ২০২০

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ   মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলায় করোনা আক্রান্ত দুজন রোগী শনাক্ত করা হয়েছে, স্তানীয় ভাবে জানা গেছ শ্রীমঙলের একজন ব্যংক কর্মকর্তা বয়স ২৬ ও রাজনগর উপজেলার একজন সাস্তকর্মী (৩০)মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডাঃ তৌহিদ আহমদ বিষয় টি নিশ্চিত করেন। এদিকে তাদের বসবাসরত আশ পাশের আরো অন্যান্য সকলকে ভবন থেকে বাহির না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
অনুসন্ধানে জানা যায় যে, শ্রীমঙলে ঐ ভবনে  আক্রান্ত ব্যক্তির সাথে আরও কয়েকটি বেসরকারি ব্যংক কর্মকর্তারা ও রয়েছেন।এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত বড়লেখার আব্দুল জব্বার (৪০)দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছিলেন গত দুদিন আগে তার জ্বর উঠে, বৃহস্পতিবার সকালে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট ও বুকব্যথা বেড়ে গেলে স্বজনরা তাকে উপজেলা সাস্ত কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকগন তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।পরে সেখান থেকে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরন করা হয়। সন্ধার দিকে তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালে মৃত্যু বরন করেন। তার বাড়ি  উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউপির গাংকুল গ্রামে। তিনি ঐ গ্রামের মৃত আজমল আলীর ছেলে। পেশায় একজন  ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়। তার মৃত্যুতে তাহার বসত বাড়ি লকডাউন করে রেখেছে উপজেলা প্রশাসন।
এছাড়া তার পরিবারের সদস্যদের হোম কোয়ারাইন্টাইনে   রাখা হয়েছে। এদিকে মৃত  আব্দুল জব্বার করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী কওমী মাদ্রাসার সেচছা সেবি সংগঠনের টিম প্রধান  মাওলানা মাসুম আহমদের নেতৃত্বে মৃত ব্যক্তির জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান ও উপজেলা সাস্ত কর্মকর্তা ডাঃ রত্নদীপ বিশ্বাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT