ঢাকা (বিকাল ৫:২১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভোলায় প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেলেন ১২৯১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার ১২:৪৯, ২২ জুলাই, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় তৃতীয় পর্যায়ে ২য় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আরও ১ হাজার ২শত ৯১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার।

বৃহস্পতিবার (২১জুলাই) সকাল ১০টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোলায় ৭ উপজেলায় চলতি ধাপে মোট ১২ হাজার ৯১ জন ভূমিহীন ও গৃহহীন দুই শতাংশ জমিসহ একটি করে জমিসহ ঘর পেয়েছেন। এর আগে, ১ হাজার ৫৯২ জনকে ঘর দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোলা জেলায় মোট ২ হাজার ৮ শত ৮৩ জন পেলেন প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর।

সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভোলা সদর উপজেলা মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT