ধর্মপাশায় হ্যান্ডট্রলির চাপায় এক নির্মাণশ্রমিকের মৃত্যু
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) বুধবার দুপুর ০৩:২০, ২৮ এপ্রিল, ২০২১
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে ইঞ্জিনচালিত হ্যান্ডট্রলি উল্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৮শে এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের পিঁপড়াকান্দা গ্রামের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
হ্যান্ডট্রলির চাপায় মারা যাওয়া নির্মাণ শ্রমিকের নাম মানিক মিয়া (৪৫)। সে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের।
মধ্যনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের রামদিঘা উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ চলছে। স্কুল নির্মাণের জন্য হান্ডট্রলি রড মধ্যনগর বাজার থেকে নিয়ে যাওয়ার সময় ট্রলিতে রডের ওপর মানিক মিয়াসহ কয়েকজন নির্মাণশ্রমিক বসে ছিলেন। পিঁপড়াকান্দা গ্রামের সামনে সড়কে ট্রলিটি হটাৎ উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মানিক মিয়া।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে মারা যাওয়া শ্রমিকের লাশটি আমাদের হেফাজতে ছিল।নিহত ব্যাক্তির স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছি।