ঢাকা (রাত ১১:৪৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় ফসলিজমিতে আমন ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে তিন কৃষক আহত

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বুধবার বিকেল ০৫:০৭, ৮ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের কৃষক আব্দুল মুতালিব (৫৫) জায়েদ আলী (৬০) ও একই গ্রামের শাহিন মিয়া (৪২) বজ্রপাতে আহত হয়েছে।

বুধবার সকাল অনুমান সাড়ে ৬ টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের পেছনের হাওরে ফসলি জমিতে আমন ধান রোপণ করতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে। তাদের প্রত্যেকের বাড়ি সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের পেছনের হাওরে সকাল অনুমান সাড়ে ৬টার দিকে খলাপাড়া গ্রামের পেছনের হাওরে ফসলি জমিতে ধান রোপণ করতে যান কৃষক আব্দুল মুতালিব (৫৫) জায়েদ আলী (৬০) ও একই গ্রামের শাহিন মিয়া (৪২)।

ওইদিন সকালে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ওই  তিনজন বজ্রপাতে আহত হয়েছেন।খবর পেয়ে স্থানীয় লোকজন ওই হাওর থেকে তিনজন কৃষককে ধর্মপাশা সদর হাসপাতালে নিয়ে যান।

উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুর ইসলাম বজ্রপাতে ওই তিনজন কৃষক আহত হওয়ার খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

ধর্মপাশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদবীর জামান রকি বলেন,বজ্রপাতে আহত হওয়া তিনজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে,বর্তমানে তাদের অবস্থা ভালো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT