ঢাকা (বিকাল ৪:৩৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন;৪ জনকে জরিমানা

মোবারক হোসাইন,ধর্মপাশা মোবারক হোসাইন,ধর্মপাশা Clock বুধবার রাত ১১:২২, ২৪ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের পেছনে থাকা জমিতে দুটি  ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করার দায়ে ইমরান হোসেন (২৮),বিল্লাল হোসেন (২২),নূরু মিয়া (৩২),সানা উল্লাহ (২৮) নামের চারজন ব্যক্তিকে ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ড পাওয়া ব্যক্তিদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাহাদূরপুর ও চিরাম গ্রামে।

আজ বুধবার (২৪নভেম্বর) বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেদুয়ানুল হালিম এই আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো.রেদুয়ানুল হালিম বলেন, ওই চারজন ব্যক্তি বেশ কয়েকদিন ধরে উপজেলার বেখইজোড়া গ্রামের পেছনের জমিতে অবৈধভাবে দুটি ড্রেজার মেশিন বসিয়ে সেখান থেকে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করে আসছিল।

খবর পেয়ে সেখানে  অভিযান চালিয়ে এই চারজন ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইনে এই চারজন ব্যক্তিকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT