ঢাকা (সন্ধ্যা ৭:৪৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় আব্দুল হেকিম চৌধুরী চত্বরের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সাংসদ

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock রবিবার রাত ০১:৫৬, ১৫ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা চারবারের সাবেক সাংসদ প্রয়াত আব্দুল হেকিম চৌধুরীর নামানুসারে উপজেলা সদরে নির্মিত আবদুল হেকিম চৌধুরী চত্বরের রেলিং নির্মাণ ও মাটিভরাট কাজ পরিদর্শন করা হয়েছে।

শনিবার (১৪আগস্ট) বিকেল সোয়া পাঁচটার দিকে(সিলেট-সুনামগঞ্জ) সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এই কাজ পরিদর্শন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান, সহকারি  কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, প্রয়াত সাংসদের জ্যেষ্ঠ পুত্র উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম,ধর্মপাশা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ তালুকদার, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মারুফ আলম,উপ দপ্তর রেজাউল করিম তপন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সানি প্রমুখ।

গত অর্থ বছরে কাবিখার তৃতীয় পর্যায়ে সংরক্ষিত আসনের ওই সাংসদের বিশেষ বরাদ্দ থেকে আব্দুল হেকিম চৌধুরী চত্বরের উন্নয়ন কাজের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT