ঢাকা (সন্ধ্যা ৭:২৬) মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় ঝটিকা মিছিলের মূল হোতা ছাত্রলীগ নেতা গ্রেফতার Meghna News অসুস্থ রেজওয়ানুল ইসলাম রায়হানের শয্যাপাশে দুধরচকী Meghna News গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালক নিহত Meghna News ফতুল্লায় গ্রেফতার হওয়া স্বপনের মুক্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধর্মপাশার মধ্যনগরে সাবেক চেয়ারম্যান প্রভাকরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বুধবার বিকেল ০৪:৫১, ৩ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদ্য ঘোষিত উপজেলার  মধ্যনগর বাজারের এক চাউলের ব্যবসায়ীকে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে সাবেক ইউপি চেয়ারম্যান ও মধ্যনগর থানা আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাকর তালুকদার পান্নার বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লিটন সরকার নামে ওই ব্যবসায়ী মধ্যনগর বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

এব্যাপারে ২ নভেম্বর তিনি বাদি হয়ে অই চেয়ারম্যানের বিরুদ্ধে মধ্যনগর থানায় একটি সাধারন ডাইরী করেছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। যার জিডি নম্বর ৭০।

সংবাদ সম্মেলনে ব্যাবসায়ী লিটন তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার চামরদানী ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না চেয়ারম্যান থাকা কালীন সময়ে তিনি তার ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন মূলক কাজ করাতে গিয়ে শ্রমীকদের মুজুরী দেওয়ার কথা বলে তিনি আমার কাছ থেকে পৌনে চার লাখ টাকা নেন। বিনিময়ে তিনি আমাকে ওইসব প্রকল্পের চাউল আমার কাছে বিক্রি করবেন।

২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি আমার কাছ থেকে ওই টাকা হাতিয়ে নেন। এরমধ্যে তিনি ৬০ হাজার টাকার সমপরিমাণ মূল্যের চাউল আমাকে বুঝিয়ে দেন। বাকি ৩ লাখ ১৫ হাজার টাকা তিনি আমাকে না দিয়েই তিনি দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করতে থাকেন।এ ভাবেই তার চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হয়,পরে গত ইউপি নির্বাচনে তিনি পরাজিত হয়ে এলাকা ছেড়ে ঢাকায় চলে যান।

এবার আসন্ন ইউপি নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষে তিনি এলাকায় আসেন,এ অবস্থায় গত ২৮ অক্টোবর সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না মধ্যনগর বাজারে আসেন। খবর পেয়ে আমি তার সাথে দেখা করি এবং এলাকার বেশ কিছু লোকজনের সামনে আমি আমার পাওনা টাকা দেওয়ার জন্য তাকে তাগাদা দেই। এ সময় স্থানীয় লোকজনের সামনে আমি তাকে তাগাদা দেওয়ায় তিনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দেন এবং আমি তার কাছে টাকা পাইনা বলে আমাকে দেখে নিবেন বলেও হুমকি দেন।

এ অবস্থায় বর্তমানে আমি প্রভাব শালী সাবেক চেয়ারম্যানের হুমকির ভয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। সংবাদ সম্মেলনে মধ্যনগর বাজারের ব্যবসায়ী রুহুল আমিন তালুকদার, আশিক মিয়া, ওয়াসিম সরকার, সুদিন তালুকদার, অরুন সরকার ও শম্ভু সরকার উপস্থিত ছিলেন।

এ ব্যপারে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমার ক্ষতি করার জন্যই একটি চক্র আমার বিরুদ্ধে এ নাটকটি সাজিয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT