ঢাকা (রাত ৯:০০) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock মঙ্গলবার সকাল ১০:২৫, ২ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে আলী আকবর (৬০) নামক সবজি ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) রাতে গৌরীপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আলী আকবরের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে।

তিনি গৌরীপুর রেলস্টেশনের পাশে রেলওয়ের জায়গায় মিন্টুর টিনশেড বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন এবং এলাকায় সবজির ব্যবসা করতেন। শনিবার রাতে ব্যবসায়িক কাজ শেষে ওই বাসায় ঘুমাতে যান।

 

সোমবার রাতে ওই বাসার দরজাবন্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা গিয়ে দেখে আলী আকবর মৃত পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, আলী আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে দুইবার স্ট্রোক করেছেন। গত শনিবার রাত পর্যন্ত স্থানীয়রা তাকে স্টেশন এলাকায় দেখেছে। আজকে তাঁর বন্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT