ঢাকা (সকাল ৬:৪৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কুমিল্লা-১ আসনে নৌকার প্রার্থী জেনারেল ভূঁইয়া ও মেজর সুমন

আওয়ামী লীগ ২১৯০ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার রাত ১১:৩৩, ২০ নভেম্বর, ২০২৩

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া চতুর্থ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও নৌকা প্রতীক প্রত্যাশী দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীও আজ আওয়ামী লীগ প্রধান কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

 

সোমবার (২০ নভেম্বর) বিকাল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউতে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপিকে সমর্থন জানিয়ে তার পক্ষে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, তিতাস উপজেলা আওয়ামীলীগ লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বীর মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া মনোনয়ন পত্র জমা দেন।

এছাড়াও দাউদকান্দি ও তিতাস উপজেলা থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর মনোনয়ন পত্র, দাউদকান্দি-তিতাস উপজেলার ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পত্রটি জমা দেন তিনি।

 

জমা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন,”

বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন ও বৃহত্তম দল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় কার্যক্রম পরিচালনা করা হয়।

আওয়ামী লীগ সরকার যখনই রাষ্ট্রক্ষমতা এসেছে তখনই জনগণের কল্যাণে কাজ করে গেছে। যা অন্য কোনো দলীয় সরকারের দেখা যায়নি। শেখ হাসিনার নেতৃত্বে সরকার আবারো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে বলে জানান তিনি।”

 

নবগঠিত কুমিল্লা-১ আসনের দাউদকান্দি ও তিতাস উপজেলার জণগণকে উদ্দেশে বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের চতুর্থবারের মতো মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবো। সকলে শেখ হাসিনার উপর আস্থা রাখুন। শেখ হাসিনা আমাকে তিনবার সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছেন।

এবছরও শেখ হাসিনা আমাকে চতুর্থবারের মতো মনোনীত করবেন। বক্তব্য শেষে তিনি দাউদকান্দি তিতাসের জনগণের কাছে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চান।

 

নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মেজর মোহাম্মদ আলী বলেন, “তরুণ প্রজন্মের প্রথম পছন্দের ভোট হোক নৌকায়” এই স্লোগানকে সামনে রেখে আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা রেখে নৌকা প্রতীকের মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার পূর্ণ বিশ্বাস আমি নৌকা প্রতীকে নমিনেশন পাব। দাউদকান্দি তিতাসের উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে নেত্রী যাকে, নির্বাচিত করবে আমি সেই সিদ্ধান্তকে মেনে নেব।

 

এসময় তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি পৌরসভা প্যানেল মেয়র ও উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সী, গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান নোমান মিয়া সরকার, বিটেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান দুলাল আহমেদ, মালীগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আহমেদ, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুন্নবী, কলাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহীম সরকার, মজিদপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, সাতানী ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান খোকাসহ কুমিল্লা-১আসনের দুই উপজেলার শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT