সাঘাটায় ভিজিডি কার্ডের ৮ বস্তা চাল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি বুধবার রাত ০৯:৫৩, ২২ এপ্রিল, ২০২০
সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী মানিকগঞ্জ এলাকা থেকে সরকারি ভিজিডি কার্ডের ৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ীর মালিক পলাতক রয়েছেন।
গতকাল বুধবার দুপুরে কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী (মানিকগঞ্জ) গ্রামের হোসেন আলীর (৪৩) বাড়ী থেকে থেকে এ চাল উদ্ধার করা হয়। কচুয়া ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হোসেন আলীর বাড়ীতে ভিজিডি কার্ডের চাল মজুদ আছে। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থলে এসে ৮ বস্তা চাল ও ১১ টি ভিজিডি কার্ডের খালি বস্তা উদ্ধার করে।
কচুয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, চাল উদ্ধারের ঘটনাটি ইউপি সদস্য আমাকে জানিয়েছে। পরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিল আহম্মেদ ও সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন ঘটনাস্থলে এসে চালের বস্তা গুলো উদ্ধার করেন।
এ বিষয়ে সাঘাটা উপজেলার নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, উদ্ধারকৃত চাল থানায় আনা হয়েছে। এই বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।