সাঘাটায় ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভসহ নতুন করোনা শনাক্ত ২ জন
নিজস্ব প্রতিনিধি শনিবার রাত ১০:১৫, ১৩ জুন, ২০২০
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় নতুন করে ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ সহ ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ৬ই জুন যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়, তাদের মধ্যে ২ জনের শরীরে করোনা পজেটিভ আসে। সনাক্ত রোগীদেরকে হোম
আইসোলশনে রাখা হয়েছে।
করোনা সনাক্তরা হলেন, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ ১ জন, ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের ১ জন সহ মোট ২ জন।
গত শুক্রবার সন্ধ্যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডাঃ দেবাশীষ তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের পজেটিভ সনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে করোনায় আক্রান্ত রোগীদের বাড়ী গিয়ে স্ব-স্ব বাড়ী লকডাউন করা হয় এবং তাদেরকে হোম আইসোলশনে রাখা হয়েছে। আশেপাশের কাউকে তদের বাড়ীতে যাওয়া আসা নিষেধ করা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।