সংক্রামন টেকাতে মেয়র আরিফের অভিযান শুরু
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার দুপুর ০৩:১৫, ৯ জুন, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেটে করোনা ভাইরাস সংক্রমন ভয়াবহ আকার ধারণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগকে রেডজোনে ভাগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মুহুর্তে নগরবাসীকে করোনা সংক্রমন থেকে রক্ষা করতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অভিযানে নেমেছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে র্যাব, পুলিশ ফোর্স, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে মাঠে নামেন মেয়র আরিফ। স্বাস্থ্য বিধি না মেনে দোকান পাট খোলা রাখায় করোনা সংক্রামন মহানগরে বেড়েই চলছে। এ অবস্থায় মেয়র হাসান মার্কেট, বন্দরবাজার, মহাজনপট্টি, লালবাজার, সিটি মার্কেটসহ বিভিন্ন মার্কেটে গিয়ে হাতজোড় করে ব্যবসায়ীদের দোকান পাট বন্ধ রাখতে অনুরোধ করেন হাসান মার্কেটসহ অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রাখবেন বলে মেয়রকে কথা দেন।এসময় মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আজ আমারা দোকানে দোকানে গিয়ে অনুরোধ করছি। ব্যবসায়ীরাও সহযোগিতা করছেন। তিনি বলেন নিয়মনীতি কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। মেয়র আরো বলেন, প্রয়োজনে আমি ১৫ দিন রাস্তায় থাকবো।অভিযানে মেয়রের সাথে রয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামসহ সিসিকের প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধানগন।