ঢাকা (দুপুর ১:৪৫) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে মাঠে নামবে পুলিশ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার দুপুর ০১:১৯, ১ সেপ্টেম্বর, ২০২৫

গেল বছর ৫ আগস্ট পতিত সরকারের ক্ষমতা ছাড়ার পর দেশের বিভিন্ন থানায় সংঘটিত অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় এখনও দাউদকান্দিসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে। বিশেষ করে বিভিন্ন থানা থেকেও লুট হওয়া অস্ত্র ব্যবহার করে দাগি অপরাধীরা বিভিন্ন সময়ে ফৌজদারি অপরাধ সংঘটিত করছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ।

স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা ও অভিযানের প্রস্তুতি:

দুই দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দেন, সারা দেশের থানাগুলো থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধারে শিগগিরই বিশেষ অভিযান পরিচালিত হবে। এছাড়া তিনি তথ্যদাতাদের আর্থিক পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেন এবং তাদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন। এই ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ উভয়ের মধ্যে আশা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মুন্সিগঞ্জে ঘটেছে আতঙ্কজনক হামলা:

স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার মাত্র দুই দিনের মধ্যে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া পুলিশ ফাঁড়িতে ঘটেছে উদ্বেগজনক ঘটনা। সেখানে দুর্বৃত্তরা পুলিশের বুলেটপ্রুফ ভেস্ট পরে এবং লুট হওয়া অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এ ঘটনায় স্থানীয়রা হতবাক হয়ে পড়েছেন। কেউ নিরাপদ বোধ করছেন না। বিশেষজ্ঞরা মনে করছেন, লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার না হলে অপরাধপ্রবণতা আরও বেড়ে যাবে।

 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী সাংবাদিকদের জানান, “গত বছর ৫ আগস্ট থানা থেকে কিছু অস্ত্র লুট হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় বেশিরভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কয়েকটি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। আমরা এসব অস্ত্র উদ্ধারে শিগগিরই আলাদা অভিযান পরিচালনা করছি। সকলের সহযোগিতা প্রয়োজন।”

ওসি আরও বলেন, লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের মাধ্যমে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আনা সম্ভব। তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি পুলিশকে তথ্য সহযোগিতা করার আহ্বান জানান।

সাধারণ মানুষের উদ্বেগ ও প্রতিক্রিয়া:

অপরাধপ্রবণতার এই পরিস্থিতিতে দাউদকান্দির সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা মনে করছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারের কাজ দ্রুত না হলে অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠবে। স্থানীয়দের মধ্যে সাধারণতঃ আতঙ্কের অনুভূতি বিরাজ করছে। অনেকেই বলছেন, প্রশাসনের তৎপরতা ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।

 

 

দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকার ও পুলিশের উদ্যোগে নেওয়া হয়েছে। সাধারণ মানুষ আশা করছে, এই অভিযান সফলভাবে সম্পন্ন হলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত হবে এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আসবে।

 

শিগগিরই নিরাপত্তাহীনতায় আতঙ্কিত সাধারণ মানুষও চায় দ্রুত সকল অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্বার করা হোক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT