ঢাকা (দুপুর ২:০৮) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় তিন ইউপির নির্বাচনে দুটিতে স্বতন্ত্র, একটিতে নৌকা প্রার্থীর বিজয়

অন্যান্য ২২২৪ বার পঠিত

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock শুক্রবার ১২:২৯, ৩০ ডিসেম্বর, ২০২২

ভোলার চরফ্যাশন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলা বা মারামারি ঘটনা ঘটেনি। এদিকে ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোলরুম) থেকে উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও একটিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এরা হলেন- ৫ নং আমিনাবাদ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সায়েদুর রহমান মিঠু(আনারস মার্কা), ৬ নং নীলকমল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারমান প্রার্থী (মোটর সাইকেল মার্কা) মো. ইকবাল হোসেন লিখন ও ৪ নং জিন্নাগড় ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. হোসেন মিয়া (নৌকা মার্কা)।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়েছে। সকাল থেকেই নারী পুরুষরা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছেন এবং নিজের ভোট প্রয়োগ করেছেন।

৫ নং আমিনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, ৬ নং নীলকমল ইউনিয়নে ৬ এবং ৪ নং জিন্নাগড় ইউনিয়নে ২ জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

এছাড়া তিনই ইউনিয়নে ২৮ জন সংরক্ষিত মহিলা ও ৯১ জন সাধারণ মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT