প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল দিতে পারেনি। ফলে খেলা অমীমাংসিত হলে ট্রাইবেকারে গড়ায়।
এতে ১-০ গোলের ব্যবধানে মিনি বার ফুটবল টুর্নামেন্টের এই খেলায় চ্যাম্পিয়ন হয় সাহাপারা একাদশ।

শুক্রবার(১২ জুলাই) বিকালে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে(বালুর মাঠ) এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন— কুমিল্লা-১ আসনের সাংসদ ও আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
সাবেক ফুটবলার ও সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান গরীবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— সোনালী অতীত ক্লাবের সভাপতি কামরুল হাসান গরীব, সহ-সভাপতি শাহীন খান, সাধারণ সম্পাদক শওগাত চৌধুরী পিটার, সাবেক জাতীয় ফুটবলার হরে কৃষ্ণ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান, আলহাজ জসিমউদদীন আহমেদ, উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার, তরিক সরকার, ৫ নং ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সরকার, সাবেক ফুটবলার আবুল কালাম, হাসান মিয়া, শামীম মোল্লা প্রমুখ।
]]>“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা”-এ স্লোগানকে ধারণ করে সাপাহার উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, শিক্ষা অফিসার তৃষিদ কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, রবীন্দ্র নার্থ সরকার প্রমুখ।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
]]>উপজেলার প্রতিটি পশুর হাটে ছিল ব্যাপক গরুর আমদানি এবং হাটে অন্যান্ন বছরের তুলনায় এবার খাসি ও গরু বিক্রি হয়েছে তিন গুন বেশি; কারন আম সঠিক সময়ে বাজারজাত করতে পারায় প্রায় সবার হাতের অবস্থা ভালো থাকায়; পশু কোরবানিতে উৎসাহিত হয়েছে। এ কারনে এবার পশু বিক্রির হার এ উপজেলায় বেশি।
শুক্রবার সদরের লাবনী সুপার মার্কেট, নিউ মার্কেট, চৌধুরী প্লাজা, জনতা মার্কেট সহ ছোট-বড় বেশ কয়েকটি মার্কেটগুলোর ব্যস্ত চিত্র দেখা গেছে। এসব মার্কেটের দোকানগুলোতে বড়দের পাশাপাশি শিশুদের নানা রঙ-বেরঙের পোশাকের পসরা সাজিয়েছে দোকানিরা। শপিংমল গুলোতে শোভা পাচ্ছে ছোট্ট শিশুদের রঙ-বেরঙের পোশাক। সাধ ও সাধ্যের মধ্যে ক্রেতারা ক্রয় করছেন এসব পোশাক।
কাপড়ের পাশাপাশি স্বর্ণ ও জুতার দোকানেও ক্রেতার কমতি নেই। বেড়েছে কসমেটিকসের বেচা কেনাও। বড়দের সাথে পাল্লা দিয়ে পছন্দের জুতা, স্যান্ডেল, প্যান্ট, জামা কিনছে শিশুরা। এবছর আম সঠিক সময়ে বাজারে আসার কারনে, সব শ্রেণি পেশার মানুষ পরিবারের সকলের জন্যে নতুন পোশাক ক্রয় করতে পারছে এবং পশু কোরবানির জন্যে গোটা গরু বা ভাগে দিতে পারছে।
মার্কেট করতে আসা এক ভ্যানচালক হারুনের সাথে কথা হলে তিনি বলেন, আমার আম মৌসমে দিনে দুইবার বহন করে বাজারে নিয়ে আসলে ভালো টাকা পেয়েছি। তাই এই ঈদে পরিবারের সকলকে আমি নতুন পোশাক কিনে দিচ্ছি।
মাসুম গার্মেন্টস পরিচালক মজিবুর রহমান জানান। গত কয়েকদিন থেকে কেনা-বেচা বেড়ে গেছে। আজ ও কাল আরো চাপ বাড়বে এবং এ বছর আমরা অনেক নতুননতুন কালেকশন নিয়ে এসেছি। তাই ক্রেতা ফেরত যাচ্ছেনা। আমের দাম পেয়ে কৃষকের পরিবার সহ সব শ্রেণির মানুষ মার্কেটে আসছে ও নতুন পোশাক নিচ্ছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ বলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড.বেনজির আহমেদ বিপিএম (বার) স্যারের নির্দেশে ও নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া স্যারের নির্দেশে, পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষে জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
]]>বৃহস্পতিবার উপজেলার বড় পশুর হাট দীঘির হাটে গরু, ছাগল,মহিষ, ভেড়া ক্রয় বিক্রয়ের সময় হাটের ইজারাদার সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছে, এমন অপরাধের দায়ে হাটের ইজারাদারকে ১০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার আইন ২০০৯ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার থানার পুলিশ উপ-পরিদর্শক নুরুল ইসলাম সুজন।
]]>সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি আল মাহমুদ জানান, মাদক বিরোধী অভিযানে চৌকস্ কিছু পুলিশ অফিসারের নের্তৃত্বে মঙ্গলবার সন্ধ্যায়, সাপাহার মেডিকেলের সামনে হতে ৩০০ পিস টাপেন্ডাডল ট্যাবলেটসহ স্কয়ার ঔষধ কোম্পানীর রিপেজেন্টিভ, মোদাচ্ছের (৩৫)-কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি জেলার মান্দা থানার মইনোম গ্রামের মুজাহারুল ইসলামের ছেলে।
অপরদিকে রাত আড়াইটার দিকে রায়পুর স্কুল পাড়া গ্রামস্থ। মোহাম্মদ রয়েল হোসেন ওরফে কাহু (৪১)-কে দুটি গাঁজা গাছসহ আটক করা হয়েছে। আটককৃত হলেন উপজেলার রাইপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
]]>উপজেলা নির্বাহী অফিসার জানান, এর আগেও আমার কাছে এসেছিল আমি তাকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার বা সন্তানদের মোবাইর ফোন নাম্বার চাইলে, সে কোন ফোন নাম্বার দিতে পারে না। তখন খোঁজ নিয়ে দেখা যায় তার দুই সন্তান আছেন। এক সন্তান তৃতীয় লিঙ্গের, আরেক সন্তান ঢাকায় অবস্থান করছে।
ফোন কেনার টাকাটাও তার কাছে না থাকার কারনে আমি আমার ব্যক্তিগত তহবিল হতে তাকে একটি ফোন ও সীম কিনে দেই এবং আমরা তাকে বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছি।
তবে দুঃখজনক বিষয় হলো বয়স্ক মহিলাটির ফোনে ভাতার টাকা আসার পর কোন এক প্রতারক বিকাশের দোকানে টাকা উত্তোলন করতে গেলে ওই বিকাশের এজেন্ট তার সীমে আসা টাকা উত্তোলন করে নেন এবং সীমটিও নিয়ে নেন।
তিনি আরো জানান, আমি সীমটি তুলে তাকে তার বয়স্ক ভাতার টাকা তিন মাস পরপর উত্তোলনের ব্যবস্থা করার ব্যবস্থা করেছি, যাতে করে তার টাকা কেউ আত্মসাৎ করতে না পারে এবং তার বাড়ি ঘর মেরামতের জন্যে সমাজসেবা কার্যলয় থেকে টিন নিয়ে তার বাড়ি ঘর মেরামত করে দিব; যদি সে আশ্রয়নের ঘরে থাকতে চান তাহলে; আমরা তারও ব্যবস্থা করে দিব। এই বয়স্ক মহিলাকে আমরা অনেকদিন ধরেই সহযোগিতা করে আসতেছি এবং তার পাশে আছি।
বয়স্ক মহিলার নাম ফিরুজা বেগম ডাক নাম ফুলমন, বাড়ি হলো কামাসপুর মোন্নাপাড়া।
বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইডএনও) আব্দুল্যাহ আল মামুন।
]]>