এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
আজ ২১ (অক্টোবর) বুধবার ভোরে সীমান্তের ৩৪ ও ৩৬নং পিলারের সন্নিকটে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে৷
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু বাইশফাড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় ১০/১২জনের একটি দল মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করলে টহল দল তাদের জান–মাল রক্ষার্থে পাল্টা গুলি করে।
তখন অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ী জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে উক্ত রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ও দেশীয় তৈরী একনলা বন্দুক সহ উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকৃত ইয়াবা মূল্য প্রায় ১কোটি ২০ লাখ টাকা।
এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।
]]>শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তের নওয়াপাড়া নামক এলাকা থেকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের পঞ্চাশ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, ঘুমধুম বিওপি’র সদস্যরা জানতে পারে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। পরে ঘুমধুম বিওপি’র একটি টহল দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র নওয়াপাড়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে।
সকাল ১০টার দিকে পাচারকারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি বিস্কুটের কার্টুন ফেলে দৌড়ে পাহাড়ী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। এসময় কার্টুনের ভিতর থেকে ৫ কাট (প্রতি কাটে ১০ হাজার পীস হিসেবে) ৫০ হাজার পীস বার্মিজ ইয়াবা জব্দ করে। যার সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
]]>আজ রবিবার (১৭) ভোরে উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুমব্রু বিওপি সীমান্ত থেকে দুই কিলোমিটার পশ্চিমে চেয়ারম্যান পাড়ার নতুন ব্রিজ এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে দেখে তাদের থামতে বলের টহলরত বিজিবি সদস্যরা। এসময় বিজিবিকে লক্ষ্যে করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে আমাদের কাছে আছে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরর্বতী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
]]>