হতদরিদ্র মঙ্গল ও খাতিমুন নেছা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে টাকার অভাবে ঔষধ কেনার টাকা না থাকায় দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। পুলিশ সুপার মহোদয়ের মহানুভবতার কথা এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ছুটে চলে আসেন পুলিশ সুপারের অফিস কক্ষে। জানান টাকার অভাবে ঔষধ কিনতে পারছেন না। তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার মহোদয় প্রয়োজনীয় সকল ঔষধ ক্রয় করে তাঁদের কে উপহার প্রদান করেন। হতদরিদ্র মঙ্গল ও খাতিমুন নেছা এতদিন লোকমুখে পুলিশ সুপার সাহেবের মহানুভবতার কথা শুনছিলেন নিজে চোখে দেখে প্রাণভরে দোয়া করেন।
একের পর এক ভাল কাজের দরুন পুলিশ সুপার জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা বাসীর মনে ইতোমধ্যে স্থান করে নিয়েছে। এ সময় পুলিশ সুপার মহোদয় সমাজের বিত্তশালী লোকদের যার যার অবস্থান থেকে সমাজের হতদরিদ্র, দুস্থ্য, গরীব, অসহায়দের সাহায্যার্থে দানের হাত সম্প্রসারণের আহবান জানান।
]]>বণিক সমিতির নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, সর্ববৃহৎ আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে নির্দিষ্ট ব্যবসায়ীরা ভোটার হলেও সচেতন সব মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশ গ্রহন থাকে এতে। নির্বাচন যত এগিয়ে আসে মানুষের দৌড়ঝাপ ততটাই বেড়ে যায়। অনেকেই অন্তরালে বসে কলকাঠি নাড়িয়ে এই নির্বাচনকে প্রভাবিত করারও চেষ্টা করেন। তবে ব্যবসায়ী ভোটাররা চুলচেরা বিশ্লেষণ করে তাদের নেতা নির্বাচিত করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ব্যবসায়ী সংগঠনগুলোর বণিক সমিতির বৃহৎ এই নির্বাচনে সাধারন সম্পাদক পদে নির্বাচনেচ্ছুক কামাল হোসেন সবার নজর কাড়তে পেরেছেন। কেউ কেউ বলেছেন, এই পদের জন্য কামাল হোসেন পুরোপুরি উপযুক্ত। তিনি নির্বাচিত হলে বণিক সমিতিকে আরো স্বচ্ছতার সাথে ব্যবসায়ীবান্ধব করে তুলতে পারবেন।
কামাল হোসেন জানান, নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করার পর সব মহল থেকেই তিনি ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। সবাই সাক্ষাৎ করে ও মোবাইলে কল করে খুব উৎসাহ দিচ্ছেন। আমি নির্বাচিত হলে বণিক সমিতিকে আধুনিকায়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো দেখব। আমি আলমডাঙ্গার ব্যবসায়ীদের সব ধরনের বিপদ-আপদে পাশে থাকব।
]]>মোঃকামাল হোসেন নবগঠিত কমিটির সাধারন সাধারন নির্বাচিত হওয়ার মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের পক্ষ থেকে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক বার্তায় মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক রফিকুল ইসলাম ডালিম জানান, আলমডাঙ্গা নবগঠিত কমিটিতে কামাল হোসেন এর মত একজন ব্যক্তিকে সাধারন সম্পাদক নির্বাচিত করায় আলমডাঙ্গা পোলট্রি ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
]]>