তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছিলেন এক দিন আগেই। সাকিব আল হাসানকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বড় বাধার মুখে পড়তে হয়। শুধু ব্যাটার হিসেবে তাকে খেলানোর পথে হাঁটেনি বিসিবি। বিষয়গুলো আগেই জানা ছিল, তাই চমক হিসেবে আসেনি এগুলো।
চমকে হয়ে এসেছে লিটন দাস আর শরিফুল ইসলামের বাদ পড়াটা। শেষ এক বছর ধরে লিটন দাসের ব্যাট হাসেনি তেমন। সাদা বলের ক্রিকেটে তার ফিফটি মোটে একটা। সেই ফিফটি নিয়েও আছে বেশ সমালোচনা। আফগানিস্তানের বিপক্ষে সেদিন ইনিংসের আদ্যন্ত ব্যাট করলেও দল জেতেনি, ম্যাচটা হেরে সেমিফাইনালের আশাও শেষ হয়ে যায়।
চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। সেই ফরম্যাটে আরও বিবর্ণ লিটন। ৫ ইনিংস ব্যাট করে করেছেন মোটে ৬ রান। বিপিএলেও খারাপ ফর্ম যাচ্ছিল তার। সবশেষ ম্যাচে যদিও ৭৩ রানের ইনিংস খেলে দলকে বড় রান এনে দিয়েছিলেন। তবে তার আগে টানা তিন ইনিংসে তিনি আউট হয়েছেন এক অঙ্কে।
এমন ফর্মের কারণে তার ওপর ভরসা রাখেননি নির্বাচকরা। তার বিদায়ের ফলে স্কোয়াডে সুযোগ পেলেন অনভিষিক্ত পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের হয়ে ৭ টি-টোয়েন্টি খেলে ফেললেও তিনি ওয়ানডে ম্যাচ খেলেননি একটাও। তবে এরপরও লিটনের জায়গায় তাকেই বিবেচনায় রেখেছেন নির্বাচকরা।
এদিকে শরিফুল ইসলামও একই কারণে বাদ পড়েছেন। শেষ এক বছরে সাদা বলে তার গড় ৪০ এরও বেশি। এ সময়ে পেস ইউনিট আলো ছড়ালেও তিনি ছিলেন বিবর্ণ। সে কারণে তাকে স্কোয়াডে রাখা হয়নি। তার জায়গায় দলে ঢুকেছেন নাহিদ রানা। এছাড়া হাসান মাহমুদেরও জায়গা হয়নি এই স্কোয়াডে।
সব মিলিয়ে ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে ৪ পেসার ও ৩ স্পিনার আছেন। পেসার ৪ জন হলেন– তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। মেহেদি হাসান মিরাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও দুই স্পিনার– নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
বাংলাদেশের স্কোয়াড–
তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
আগামী ২০ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। যা অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এর এক দিন আগে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে পাকিস্তানে।
গতকাল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মধ্যপ্রাচ্যের দেশটি পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করবে ২৩ ফেব্রুয়ারি।
পিসিবির মুখপাত্র আমির মীর জানান, গতকাল পাকিস্তানে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবি মুখপাত্র বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে পিসিবি।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে মোট ৮ দল। এর মধ্যে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ করাচিতে, পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পাকিস্তান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি দুবাইয়ে খেলবে ভারতের সঙ্গে, এরপর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।
গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে ৪ মার্চ খেলবে দুবাইয়ে। ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণীও সেখানেই হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে ওই ম্যাচ পাকিস্তান আয়োজন করবে।
]]>বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করায় অন্যতম মেগা এই টুর্নামেন্টটি কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়েই অনিশ্চিয়তা দেখা যাচ্ছিল। শেষমেশ সেই ধোঁয়াশা কেটে গেল। জানা গেল, ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা।
দীর্ঘ টানাপোড়েনের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন-ক্রিকইনফো।
তথ্যমতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ দেশে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানেই।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো কোন দেশে আয়োজিত হবে, তা প্রস্তাব করার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। আইসিসি অনুমোদন দিলেই নিরপেক্ষ দেশের নাম ঘোষণা হবে বলে শোনা যাচ্ছে।
এদিকে ২০২৭ পর্যন্ত আইসিসি ইভেন্ট খেলতে পাকিস্তান দলও ভারতে আসবে না বলে জানিয়েছে। যার অর্থ- ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টে পাকিস্তানের ম্যাচগুলোও আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিন্স ট্রফির পর, একই বছরে ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কায়।
অর্থাৎ ভারত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। পাকিস্তানও ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। আবার ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়।
হাইব্রিড মডেলে আয়োজিত হতে পারে ২০২৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। কেননা পরবর্তী চক্রের সেই টুর্নামেন্টও আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে। সুতরাং ভারত সেই টুর্নামেন্ট খেলতেও পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করতে পারে।
অন্যদিকে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষতিপূরণ হিসেবে যদি পিসিবি নিরপেক্ষ কোনো দেশে ভারত-পাকিস্তানকে নিয়ে কোনো ত্রিদেশীয় অথবা চার দলীয় টুর্নামেন্ট আয়োজন করে, সেক্ষেত্রেও আইসিসির কোনো আপত্তি নেই বলে খবর।
ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজিত হলে এশিয়ার কোনো পূর্ণ সদস্য দল যোগ দিতে পারে ভারত-পাকিস্তানের সঙ্গে। চার দলীয় টুর্নামেন্ট আয়োজিত হলে ভারত-পাকিস্তান ছাড়াও এশিয়ার কোনো পূর্ণ সদস্য এবং কোনো সহযোগী দেশ অংশ নিতে পারে সেই টুর্নামেন্টে।
এখন দেখার বিষয় যে, ভারত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো কোন দেশে খেলে। যদিও এই দৌড়ে সবচেয়ে এগিয়ে যংযুক্ত আরব-আমিরাত তথা শারজাহ-দুবাই।
]]>প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জয় নিশ্চিত করল বাংলাদেশের তরুণীরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। এরপর স্বাগতিকদের ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট করে ১২০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা।
মালয়েশিয়ার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন। বাংলাদেশের মেয়েরা ১২টি অতিরিক্ত রান দিয়েই বাড়িয়েছেন মালয়েশিয়ার রান।
বাংলাদেশের অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ ও লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংসে ৪৫ বলে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত ছিলেন চার নম্বর ব্যাটসম্যান জান্নাতুল মাওয়া। সাতে নেমে ১৯ বলে ৩১ রান করেছেন সাদিয়া আক্তার। ৮৭ রানে ৫ উইকেট খোয়ানোর পর মাওয়া-সাদিয়া ষষ্ঠ উইকেটে ৪৪ বলে যোগ করেন ৬২ রান। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া (২১ বলে ২৬) ও মোসাম্মদ ইভা (১৬ বলে ১৯) উদ্বোধনী জুটিতে এনে দিয়েছিলেন ৪৫ রান।
সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলংকা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত আগামী ২২ ডিসেম্বর।
]]>দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শান্ত। এ সময় নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা। সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব। আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করবো দলের হয়ে অবদান রাখার।’
ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে মন্তব্য করে টাইগার অধিনায়ক আরও বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ তারা আমাদের থেকে র্যাংকিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচদিন ভালো ক্রিকেট খেলা। কারণ বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়। তাই শেষদিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কী ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোচের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে, তাই আশা করছি ভালো কিছুই হবে।’
]]>গতকাল রাতে নিলাম থেকে এনামুলকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে।
বিদেশি খেলোয়াড়দের ‘সি’ ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। এই দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন কার্লোস ব্রাফেট, আকিলা ধনঞ্জয়া ও আইকন খেলোয়াড় ডেভিড ওয়ার্নারকে। এর আগে প্রথম আসরে এই দলের হয়েই খেলেছেন তাসকিন আহমেদ। পেসার তাসকিনের সঙ্গে উদ্বোধনী আসরে জোবার্গ বাফেলোসের হয়ে খেলেছেন মুশফিকুর রহিম।
নিলামের আগে রিশাদ হারারে বোল্টসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ‘বি’ তে আছেন বাংলাদেশি অলরাউন্ডার। হারারেতে সতীর্থ হিসেবে দাসুন শানাকা, কেনার লুইস ও আইকন খেলোয়াড় জিমি নিশামকে পাবেন ২২ বছর বয়সী লেগস্পিনার। টি-টেন লিগের আগে রিশাদ বিগ ব্যাশেও দল পেয়েছেন।
হোবার্ট হারিকেনসের হয়ে মাঠ মাতাবেন তিনি।
৬ দলের টুর্নামেন্টটি শুরু হবে ২১ সেপ্টেম্বর। আর শেষ হবে ২৯ সেপ্টেম্বর। টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন ডারবান কালান্দার্স।
]]>