দাউদকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
হোসাইন মোহাম্মদ দিদার মঙ্গলবার বিকেল ০৫:৪৫, ৩ ডিসেম্বর, ২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন— কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।এসময় উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম , মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া,পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদদীন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, যুগ্ম আহবায়ক আহমদ হোসেন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান
মহিউদ্দিন তালুকদার, উপজেলায় কর্মরত সকল বিভাগের প্রধান ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।