ঢাকা (রাত ১১:২৩) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত : জাতিসংঘ

সিরিয়ার ইদলিব শহরে একটি চিকিৎসাকেন্দ্রে সাত বছর বয়সী জায়েদ আল ওমরের পাশে দাঁড়িয়ে আছে তার চার বছর বয়সী বোন শাম আল ওমর। ভূমিকম্পে বিধ্বস্ত ভবনে চাপা পড়ার ৪৫ ঘণ্টা পর এই ভাই-বোনকে উদ্ধার করা হয়। ছবি: এএফপি
সিরিয়ার ইদলিব শহরে একটি চিকিৎসাকেন্দ্রে সাত বছর বয়সী জায়েদ আল ওমরের পাশে দাঁড়িয়ে আছে তার চার বছর বয়সী বোন শাম আল ওমর। ভূমিকম্পে বিধ্বস্ত ভবনে চাপা পড়ার ৪৫ ঘণ্টা পর এই ভাই-বোনকে উদ্ধার করা হয়। ছবি: এএফপি

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার সকাল ১১:১০, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে দুই দেশের ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডারের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেমস বলেন, তুরস্কে দুটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে বসবাসকারী মোট শিশুর সংখ্যা ছিল ৪৬ লাখ।

এছাড়া, সিরিয়ার ২৫ লাখ শিশু এ ভূমিকম্পে বিপদাপন্ন অবস্থায় আছে বলেও জানান তিনি।

গত সপ্তাহে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে আজ মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৪৩।

এর মধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ জন ও সিরিয়ায় ৫ হাজার ৭০০ জনের বেশি মারা গেছে। মৃতদের মধ্যে ‘কয়েক হাজার’ শিশু আছে বলে জাতিসংঘ জানিয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT