জনসচেতনতায় ভোলায় পুলিশ সুপারের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১০:০১, ২২ মার্চ, ২০২০
কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে জনসচেতনতায় ভোলায় জেলা পুলিশের উদ্যেগে সাধারন
জনসাধারনের মাঝে সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হয়েছে।
রবিবার(২২মার্চ) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে পুলিশের একটি টিম জেলা শহরের চকবাজার,নতুন বাজার ও সদর রোড সহ বিভিন্ন পয়েন্টে এ লিপলেট বিতরণ করা হয়।প্রানঘাতী করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, ভাইরাসের লক্ষণ, প্রতিরোধের উপায় ও হাত-ধোয়া সহ নানা বিষয়ে জনসাধারনকে সচেতন করেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে রিক্সাচালক, যাত্রী, পথচারী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি আরও জানান, পুলিশ সুপারের কার্যালয় সহ জেলার সব থানায় হ্যান্ডওয়াশ কার্যক্রম চালু করা হয়েছে। প্রবাসীরা যাতে হোম কোয়ারেন্টিনে থাকে সেই বিষয়ের প্রতিও পুলিশের নজরদারি রয়েছে।