ঢাকা (ভোর ৫:৪৮) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে পাঁচ মাদকসেবীকে দণ্ড

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ০২:৩৯, ১৩ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে গাঁজাসেবন ও সংরক্ষণের দায়ে স্থানীয় পাঁচ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) অভিযান পরিচালনা করে মাদকসেবীদের হাতেনাতে ধরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ দন্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী মোঃ রইছ উদ্দিন জানান, উপজেলার বারুয়ামারী গ্রামের ফারুক মিয়ার স্ত্রী শিরিনা আক্তার (৩০)কে এক বছরের কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড, মৃত উমর আলীর ছেলে খোকন মিয়া (৩০)কে আট মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড, খামার সিংজানী গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে টিপু মিয়া (৩২)কে তিন মাসের কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড, ঝাউগাই গ্রামের মৃত বিগন রবিদাসের ছেলে মানিক রবিদাস (৩০)কে চার মাসের কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড, সানিয়াপাড়ার মৃত কিতাব আলীর ছেলে আব্দুল মজিদ (৫০)কে চার মাসের কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে এ ভ্রাম্যমান আদালতে।

অভিযানে সার্বিক সহায়তা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের চন্দন সূরের নেতৃত্বে একটি টিম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT