ঢাকা (সন্ধ্যা ৭:৩৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


হাতিবান্ধায় পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার বেলা ১২:২৫, ২৭ মে, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি :      লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রাণনাথ পাটিকাপাড়া এলাকায় পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছেন আবুল কালাম আজাদ(৩৭) নামের এক ব্যক্তি। সে উপজেলার সীমান্তবর্তি উত্তর জাওরানী গ্রামের শামসুল হকের ছেলে। 

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ আবুল কালাম আজাদের বিরুদ্ধে হাতিবান্ধা ও কালীগঞ্জ থানায় মাদকের ছয়টি মামলা রয়েছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, রোববার, ২৬ মে রাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয় আজাদকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই মাদক কারবারিকে সাথে নিয়ে মধ্যরাতে প্রাণনাথ পাটিকাপাড়া এলাকায় আরও মাদক উদ্ধারে যায় পুলিশ।

এসময় সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই অবস্থায় পুলিশ ৬ রাউন্ড গুলি ছুঁড়লে আবুল কালাম আজাদ দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত পুলিশের দুই সদস্য হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স এ  প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT