হোসাইন মোহাম্মদ দিদার মঙ্গলবার রাত ১০:৪৫, ৩ অক্টোবর, ২০২৩
দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে ফুটবল খেলার আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা, খেলায় নাইজেরিয়ান একাদশকে ১-০ গোলে হারিয়ে দাউদকান্দি উপজেলা একাদশ জয়লাভ করে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে খেলায় ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান,মডেল থানার ওসি মোজাম্মেল হক,ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. ইমরুল৷
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার,দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান,দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার প্রমুখ । অসংখ্য দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতা মুলক খেলাটি উপভোগ করেন।