ঢাকা (ভোর ৫:১৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock রবিবার বেলা ১২:০৬, ৮ জানুয়ারী, ২০২৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমানের স্থাবর-অস্থাববর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদালতের ফরমায়েশি আদেশের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা।

শনিবার (৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা ছাত্রদলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বরিশাল্লা দালান অতিক্রম করার সময় পুলিশি বাধার সস্মুখীন হন। পরে মিছিলটি পূনরায় কার্যালয় এসে সমাবেশে মিলিত হন।

ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

এসময় বক্তব্য রাখেন-ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার।
এছারা এসময় ভোলা জেলা ছাত্রদল নেতা বশির খন্দকার, নূর মোহাম্মদ রুবেল, সালাউদ্দীন সুমন,রিপন ফরাজী, থানা ছাত্রদলের সদস্য শুভ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম,কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছোটন, যুগ্ন আহবায়ক রেদওয়ান, মিজান, সদস্য তানজিলসহ ভোলা জেলা, সদর থানা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন বলেন, কেন্দ্র ঘোষিত তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT