ঢাকা (রাত ২:০২) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে খালুকে আদালতে সোপর্দ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১২, ১০ নভেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে খালু সোহাগ মিয়া (৩৪)কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। অভিযুক্ত সোহাগ ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নির্যাতিতা মেয়েটির বাড়ি উপজেলার বোকাইনগর ইউনিয়নে। সে সোহাগ মিয়ার স্ত্রীর বড় বোনের মেয়ে। দুই বছর পূর্বে সোহাগ মিয়া তার নিজের সন্তানদের দেখাশোনার জন্য ওই মেয়েটিকে নিজ বাড়িতে নিয়ে আসে। চলতি বছরের ১৫ অক্টোবর থেকে সোহাগ মিয়া নিজ বাড়িতে মেয়েটিকে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে সোমবার রাতে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার অভিযুক্ত সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে।

নির্যাতনের শিকার মেয়েটির মা বলেন, আমার মেয়ে তার খালুর বাড়িতে থাকলেও প্রায়ই এখানে বেড়াতে আসতো। সম্প্রতি মেয়েটি আমার এখানে বেড়াতে না আসায় আমি তার সাথে যোগাযোগ করে মেয়েকে বাড়ি পাঠাতে বললে সে কালক্ষেপন করতে থাকে। পরে আমি ওই বাড়িতে গিয়ে মেয়ের সাথে কথা বলে জানতে পারি সে ধর্ষণের শিকার হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা জামাল হোসাইন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT