ঢাকা (সন্ধ্যা ৭:১০) শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিপথে আমরা আমাদের শিশুদের, তরুণদের যেতে দিবো না-ইউএনও এম সাজ্জাদুল

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৪৫, ১৬ জানুয়ারী, ২০২৫

‘আমরা আমাদের মেধার সর্বোচ্চ ব্যবহারটা করবো এবং কুপথে, বিপথে আমরা আমাদের শিশুদের, আমরা আমাদের তরুণদের যেতে দিবো না’- এমন মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুরের ইউএনও এম সাজ্জাদুল হাসান।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।

তিনি আরও বলেন, এই উপজেলায় একটি ভালো পরিবেশ রয়েছে যেটার মধ্য দিয়ে ভালো খেলোয়াড়, ভালো অফিসার, ভালো লেখক, ভালো সাহিত্যিকসহ সকল ধরনের ভালো মানুষ গড়ার সুযোগ রয়েছে। আমরা আমাদের মেধার সর্বোচ্চ ব্যবহারটা করবো এবং কুপথে, বিপথে আমরা আমাদের শিশুদের, আমরা আমাদের তরুণদের যেতে দিবো না।

তিনি আরও বলেন, আমরা যতদূর পারি আমাদের নিজ পজিশন থেকে চেষ্টা করবো যেন আমাদের তরুণ সমাজ তাদের তারুণ্য দিয়ে এই দেশটাকে গড়তে পারে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ‚মি) ও গৌরীপুর পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য এডভোকেট নূরুল হক, সুজিত কুমার দাস, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, ক্রীড়া সংগঠক মাইনুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলিমুল হাকিম মুন্সী সাকিব, ফুটবলার সাঈদ হাসান হারুন, ক্রীড়াবিদ হাক্কেল মুন্সী, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ কার্জনসহ অনেকেই।

প্রীতি ফুটবল খেলায় অংশ নেয় লাল দল ও সবুজ দল। খেলায় ট্রাইবেকারে সবুজ দল বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন বাহার, খোকা ও মনা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT