ঢাকা (সন্ধ্যা ৬:৫২) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


পীরগাছায় ধর্ষিতাকে মামলা তুলে নিতে হুমকীর অভিযোগ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৮:২৯, ৪ জুলাই, ২০২০

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ধর্ষনের বিচার চেয়ে মামলা দায়ের করে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ধর্ষিতা ও পরিবারের লোকজন। ধর্ষক ও তার সাঙ্গপাঙ্গরা এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে ধর্ষিতাকে বলেছে, মামলা তুলে না নিলে তারা ধর্ষিতা ও তার ছেলেদেরকে মারপিট ও ক্ষতিসাধন করবে। গতকাল শুক্রবার বিকেলে ধর্ষিতা ও তার দুই ছেলে প্রতিবেদকের নিকট এসে এতথ্য জানিয়ে বলেন এ ব্যাপারে তারা পীরগাছা থানায় সাধারন ডাইরী করেছেন। উপজেলার পশ্চিম পাঠকশিকড় (বালাপাড়া) গ্রামের মৃত আনসার আলীর স্ত্রী আবেদা বেগম (৪৫) কে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের মৃত আঃ খলিল মিয়ার ছেলে প্রভাবশালী আব্দুল হালিম মিয়া (৩৫)। এরপর যৌন মেলামেশার প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর আব্দুল হালিম বিধবা আবেদা বেগমকে জোরপূর্বক ধর্ষন করে এবং পরবর্তিতে বিয়ে করবে বলে ঘটনা গোপন রাখতে বলে গোপনে মেলামেশা করতে থাকে। এতে ০৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়লে আবেদা বেগমকে কৌশলে অপরিচিত এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে গর্ভপাত ঘটায় আব্দুল হালিম। এরপর বিয়ে করতে তালবাহনা করতে থাকলে আবেদা বেগম পীরগাছা থানার মামলা নং- ০৭, তারিখ- ১৭/০৬/২০২০ইং, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সং/০৩) ৯/১ তৎসহ ৩১৩ পেনাল কোর্ড দায়ের করনে। ধর্ষিতা আবেদা বেগম ও তার দুই ছেলে লাল মিয়া এবং আফিদুল ওরফে আব্দুল্যাহ বলেন, ওই মামলা দায়েরের পর থেকে প্রভাবশালী আব্দুল হালিম ও তার লোকজন মামলা তুলে নেয়ার জন্য হুমকী ধামকী দিচ্ছে। এ ব্যাপারে থানা পুলিশকে জানিয়ে কোন প্রতিকার পাচ্ছেন না। নিরুপায় হয়ে একটি সাধারন ডাইরী করেছেন। তারা আব্দুল হালিমকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। পীরগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) গোকুল চন্দ্র বলেন, মামলাটির তদন্তকারী অফিসার হিসেবে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পদক্ষেপ নেবেন। বাদীনি ও তার পরিবারের লোকজনকে হুমকী ধামকী প্রদানের বিষয়টি তার জানা নেই। শুনলেন, তদন্ত করে ব্যবস্থা নেবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT