নাগরপুরে লটারির মাধ্যমে আমন ধান সংগ্রহের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি রবিবার সন্ধ্যা ০৭:৫৯, ১৫ ডিসেম্বর, ২০১৯
নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।এ অনুষ্ঠানের উদ্বোধন করেন টাংগাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু। আজ রবিবার ১৫ ডিসেম্বর ২০১৯, দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে এ লটারী অনুষ্ঠিত হয়।চলতি মৌসুমে উপজেলার ১২ টি ইউনিয়নের প্রায় ১৭৫৭ জন কৃষকের মধ্যে ২৩০ জন কৃষক লটরীর মাধ্যমে নির্বাচিত হয়। এ সকল কৃষকদের কাছ থেকে জন প্রতি ১ টন করে ধান ক্রয় করা হবে বলে উপজেলা খাদ্য অফিস জানায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, খাদ্য গুদাম কর্মকর্তা( ওসি,এলএসডি) আবুল কালাম আজাদ সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।