ঢাকা (সকাল ১১:৩৮) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্মপাশায় জেলেদের মারধরে সুনই জলমহালের এক পাহারাদার নিহত

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শুক্রবার রাত ০১:৪৬, ৯ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের; মনাই নদী প্রকাশিত সুনই জলমহালে অবৈধভাবে জাল পেতে মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে; স্থানীয় জেলেদের মারধরে জলমহালটির পাহারাদার তৌফিক খান (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই পাহারাদারের বাড়ি উপজেলার বেখইজোড়া গ্রামে।

এলাকাবাসী, ধর্মপাশা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনাই নদী প্রকাশিত সুনই জলমহালটিত ইজারাকৃত জলমহাল। বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জলমহালটির পাহারাদারের কাজে নিয়োজিত তৌফিক খান (৩৫) সহ ১৪ জন পাহারাদার দুটি নৌকা যোগে ওই জলমহালটিতে রক্ষণাবেক্ষণের জন্য যান। এ সময় একই ইউনিয়নের বেরিকান্দি গ্রামের শাহজাহান মিয়ার (৫৫) নেতৃত্বে ৩০/৩৫ জন জেলে জলমহালটিতে খনা (মশারি) জাল পেতে মাছ ধরছিলেন। তাদেরকে সহযোগিতা করার জন্য ৮টি নৌকায় আরও ৪০-৪৫ জন জেলে নিয়োজিত ছিলেন।

সন্ধ্যা সাতটার দিকে অবৈধভাবে মাছ ধরতে বাধা দিলে জেলেরা জলমহালটির পাহারাদারদের উদ্দেশ্য করে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে ইটপাটকেলের আঘাত ও এলোপাতাড়ি কিলঘুষিতে তৌফিক খান (৩৫) অচেতন হয়ে নৌকা থেকে ওই জলমহালের পানিতে পড়ে যান। এসময় জেলেদের দল সেখান থেকে চলে যায়।

পাহারাদারেরা খোঁজাখুঁজি করে রাত আটটার দিকে ওই জলমহালটি থেকে তৌফিককে উদ্ধার করে; রাত সাড়ে নয়টার  দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে; কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার বেরিকান্দি গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া (৫৫) সঙ্গে যোগাযোগ করা হলে; তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, অবৈধভাবে সুনই জলমহালে মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জেলেদের মারধরে; পাহারাদার তৌফিক খানকে মেরে ফেলা হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখ ও হতাশাজনক।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহত পাহারাদারের লাশটি  ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যারা এ ঘটনায় জড়িত তাদের খুজে বের করে আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT