ঢাকা (সকাল ৭:২২) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


দাউদকান্দিতে আগুনে পুড়লো ৪টি বসতঘর

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock মঙ্গলবার রাত ০৯:৩৫, ৮ মার্চ, ২০২২

অগ্নিকান্ডে ৪টি বসতঘর ভস্মীভুত হয়েছে। শনিবার(৫ মার্চ) দুপুরে দাউদকান্দি পৌর সদরের সাহাপাড়া গ্রামের মহিউদ্দিন চৌধুরীর বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান,”উপজেলার পৌর সদরের সাহাপাড়া গ্রামের মহিউদ্দিন চৌধুরীর বাড়ীতে ৪টি ভাড়াটিয়ার একটি ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে আগুনের লেলিহান শিখার ভয়াবহতা ছড়াতে থাকে অন্যান্য ঘর গুলোতে।”

খবর শুনে- দাউদকান্দি ফায়ার সার্ভিস, মডেল থানা পুলিশ, এলাকাবাসিসহ স্থানীয় ৫নং ওয়ার্ডের কাউন্সিল বিল্লাল হোসেন খন্দকার সুমনের সহযোগিতায় প্রায় ২ ঘন্টায় অক্লান্ত প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন জানান,”পুড়ে যাওয়া ৪টি বসতঘরসহ মালামালের ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক প্রায় ৩ লাখ টাকা হবে।”

আগুনে পুড়ে নিঃস্ব হওয়া কানন নামের এক নারী জানান,”বাবারে আমরা এহানে ভাড়া থাকতাম। আমগো সব পুইড়া ছাই হওয়া গেছে,আমরা কই থাকমু,কী খামু। কেউ কী আমগো সাহায্য দিবো না!”

কান্নজড়িত কন্ঠে বন্দনা নামের এক মধ্যবয়সী নারী বলেন,”আমগো যা আছিলো সবকিছু আগুনে পুইড়া গেছে। আমার আর এহন কিছু নাই, হুনছি সরকারে কতো মাইনসেরের ঘর দিতাছে। সরকারের কাছে অনুরোধ করতাছি -আমগোরে থাহার লেইগা ঘর দেন।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT