ঢাকা (রাত ২:৫৮) বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে লোহাগড়ায় স্মরণসভা অনুষ্ঠিত

ইকবাল হাসান ইকবাল হাসান Clock বৃহস্পতিবার রাত ০৮:০৬, ২৮ নভেম্বর, ২০২৪

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে তাদের পরিবারের উপস্থিতিতে তাদের স্মৃতি ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোঃ আবু রিয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) ও লোহাগড়া পৌর প্রশাসক মিঠুন মৈত্র, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি দূরদর্শী রাজনীতিক মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান হায়াত, জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমীর মাওলানা হাদিউজ্জামান, সম্পাদক মোঃ সেলিম খান, লোহাগড়া প্রেস ক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ জান্নাতুল ফেরদৌস, কাজী ইয়াজুর রহমান, বাধন মল্লিকসহ নড়াইল জেলার নেতৃবৃন্দ।

আন্দোলনে নেতৃত্বদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানায় প্রশাসনসহ অতিথিরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া সভা পরিচালনা করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT