ঢাকা (সন্ধ্যা ৭:১৭) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ১৩০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock রবিবার সন্ধ্যা ০৬:৩৫, ১৭ মার্চ, ২০২৪

প্রত্যেক বছরের মতো সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর ১৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার সকালে পৌর এলাকার বালিগ্রাম নতুন পাড়া এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ফারুক এ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. ফারুক আলীর উদ্দ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু ও ১ কেজি মসুর ডাল প্রদাণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT