এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ শনিবার রাত ১০:৪৮, ১০ অক্টোবর, ২০২০
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” শ্লোগাণে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
এ উপলক্ষ্যে শনিবার দুপুর ১২টায় পৌর এলাকার আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের পাদদেশে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা কমিটি।
এ সময় শিক্ষাঙ্গণ, কর্মক্ষেত্রসহ সর্বত্র নারীদের সুরক্ষায় বক্তব্য রাখেন, সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবির, সম্পাদক সাংবাদিক মনোয়াার হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাজি মাসিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, মহিলা কাউন্সিলর শরিফা খাতুন বেবি প্রমুখ।
পরে সুজনের এই কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির ও জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ।
নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে করা সুজনের মানববন্ধনে সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, কোষাধ্যক্ষ আলীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাক হোসেন, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শেফালী খাতুন, সদর উপজেলা সেক্রেটারি জাািরফ হোসেনসহ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলার ভোলাহাট উপজেলায় একই দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুজন ভোলাহাট উপজেলা শাখা। শনিবার সকাল সাড়ে ১০টায় ভোলাহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সুজন ভোলাহাট উপজেলা শাখার সম্পাদক বি.এম রুবেল আহমেদ, যুগ্ম সম্পাদক হাসনাত জামিল তারেক, সাংগঠনিক সম্পাদক ডা. ইসমাইল হক, কার্যকরী নির্বাহী সদস্য রুনান আলী, হাসিবুর রহমান নিলয়, ভোলাহাট সদর ইউনিয়ন শাখার সভাপতি শাহদাত হোসাইন, সম্পাদক আব্দুল আলিম, জামবাড়ীয়া ইউনিয়ন শাখার সম্পাদক মিকাইল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদন্ড করার দাবী জানানো হয়।