চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস পালন করেছে ইবিএইউবি
এস এম সাখাওয়াত সোমবার রাত ১০:৫৯, ১৬ ডিসেম্বর, ২০২৪
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-ইবিএইউবি। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস-২০২৪ উদযাপন কমিটির আহŸায়ক ড. মো. সাহেব আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ড. মো. মাহাবুবুর রহমান বলেন, দেশের ক্রান্তিলগ্নে বারবার তরুন ছাত্র সমাজ এগিয়ে এসেছে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। যেমন ঢেলে দিয়েছিল আবু সাইদ ও মুগ্ধর মতো নাম না জানা অনেক শিক্ষার্থী। ঠিক তেমনি আজ থেকে ৫৪ বছর আগে জীবন বাজি রেখে যুদ্ধ করে বিশ^ দরবারে একটি স্বাধীন স্বার্বভৌম দেশ উপহার দিয়েছিল এদেশের তরুন ছাত্র সমাজ, শিক্ষিত বুদ্ধিজীবী, কুলি, মজুর, শ্রমিকরা। যাদের আত্মত্যাগের বিনিময়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সোনার বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ। আর তাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সকলকে স্বাধীনতার সঠিক ইতিহাস জেনে বুকে ধারণ ও লালন করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হবার আহ্বান জানান।
এর আগে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ড. মো. মাহাবুবুর রহমান। পরে বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মরণে করা শহীদ বেদিতে জানায় শ্রদ্ধাঞ্জলী। এরপর বিশ^বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচন সভার প্রাক্কালে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সংগীত পরিবেশনসহ শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জনসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. মুসা নাজুল বাপ্পি, বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের এ্যাসোসিয়েট ডীন মো. ইউসুফ হোসেন খান, আইন বিভাগের বিভাগীয় প্রধান এসএম শহিদুল ইসলাম, বিজয় দিবস-২০২৩ উদ্যাপন কমিটির সদস্য সচিব ও প্রক্টর ইকবাল মো. মাযহারুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।