ঢাকা (সকাল ৯:৩৭) রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার রাত ১১:১৩, ২৪ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি মোঃ মাহবুবুল আলম ফারুককে সভাপতি ও ফারুক আহাম্মদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

এর আগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি মোঃ মাহবুবুল আলম ফারুক।

ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ এর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল জলিল মুনশি, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাবেক সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, সাবেক অর্থ সম্পাদক খোরশেদ আহম্মেদ, সদস্য হাফেজ আবুল কালাম প্রমুখ।

পরে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মাহবুবুল আলম ফারুককে সভাপতি ও ফারুক আহাম্মদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলী উছমান তুহিন, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রাশিদ, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, সদস্য হাফেজ আবুল কালাম, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ খোরশেদ আহমেদ।

উপদেষ্ঠা হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল জলিল মুনশী, মাওলানা আব্দুল হান্নান, পংকজ সাহা, চন্দন এস, মোঃ নবী হোসেন, হাফেজ আব্দুল বারী, মোঃ শাহজাহান খান।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT