ঢাকা (সকাল ৯:৩২) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামের উলিপুরে ৯৯ বোতল ফেনসিডিল ও হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম  সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম  Clock মঙ্গলবার বিকেল ০৪:৪৫, ১৫ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে  দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।আটককৃতরা হলেন কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাগোপা এলাকার মৃত আজিজুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম (২৮) ও কুড়িগ্রাম নাজিরা মিয়াপাড়া এলাকার আব্দুল লতিফের পুত্র সামিউল ইসলাম (২৬)।

এসময় তাদের কাছ থেকে ৯৯ বোতল ফেনসিডিল ও এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।এছাড়াও তাদের মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও একটি ১৫০ সিসি বাজাজ পালসার মটর বাইক জব্দ করা হয়েছে। উলিপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উলিপুর পৌরসভা পূর্ববাজার রেল গেট সংলগ্ন সরদারপাড়া এলাকায়  অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন,আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় ফেনসিডিল বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি এলাকায় বিক্রি করে আসছিলো বলে স্বীকার করে।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ও জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT