ঢাকা (বিকাল ৪:৩৪) শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং

রাজনৈতিক সমঝোতা হলে ব্যালটে হবে সব ভোট:-সিইসি

<script>” title=”<script>


<script>

রাজনৈতিক সমঝোতা হলে সব ভোট হবে ব্যালটে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম নিয়ে রাজনৈতিক সংকট হবে না; বরং রাজনৈতিক সমঝোতা হলে ভোট হবে ব্যালটে।

তিনি বলেন, যন্ত্র দুর্বল নাকি সবল, তা বিবেচনার বিষয় নয়, যন্ত্র কাজ করছে কিনা সেটি মূল বিষয়। তিনি দাবি করেন, কোনো নির্বাচনে কোথাও ম্যালফ্যাংশনের ঘটনা ঘটেনি। ডিজিটাল জালিয়াতি নিরসনে প্রচুর সময় নেয়া হয়েছে, যাচাই-বাছাই করে দেখা হয়েছে।

বিশিষ্ট ৩৯ নাগরিকদের বিবৃতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএমে ভোট না করার বিষয়ে ৩৯ নাগরিক যে বক্তব্য দিয়েছেন, তারা ইভিএমের ত্রুটির বিষয়টি কমিশনে এসে তুলে ধরুক।

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্বাচন কমিশনের প্রতি আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT