ঢাকা (সকাল ৯:২৬) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

হেরে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল কাতার

<script>” title=”<script>


<script>

ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমেই এক লজ্জার রেকর্ড গড়ল কাতার। আগের ২১ আসরে নিজেদের প্রথম ম্যাচে কখনোই আয়োজক দেশ হারের মুখ দেখেনি। রবিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পরাজয়ের স্বাদ পেল কাতার।

আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক কাতারকে ২-০ হগোলে হারিয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর।

ম্যাচের ১৬তম মিনিটে এগিয়ে যায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করে এনার ভ্যালেন্সিয়া। ম্যাচের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইকুয়েডর। গোলদাতা সেই ভ্যালেন্সিয়াই। এঙ্গোলো প্রেসিয়াডোর পাস থেকে গোলটি করেন তিনি।

২-০ গোলের লিড নিয়েই বিরিতিতে যায় ইকুয়েডর। বিরতির পর ঘুরে দাঁড়ানোর একাধিক সুযোগ পেলেও, আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় কোনো গোলই পাওয়া হয়নি কাতারের। ফলে আফসোসে পুড়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক সমর্থকদের। কাতারের ফুটবলাররা তো মাঠ ছাড়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়ে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT