ঢাকা (সকাল ৭:৩২) বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

হঠাৎ কালবৈশাখিতে গৌরীপুরে ঝড়ে গেছে আমের মুকুল

হঠাৎ কালবৈশাখিতে গৌরীপুরে ঝড়ে গেছে আমের মুকুল



হঠাৎ কালবৈশাখিতে ময়মনসিংহের গৌরীপুরে ঝড়ে গেছে আমের মুকুল। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১ টায় ঝড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়। এছাড়াও ঝড়ো হাওয়ার সময় এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন তা ঘটে।

এ উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নে প্রায় ২০ হাজার আম গাছে মুকুল এসেছিলো। ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আমের মুকুল শতভাগ ঝড়ে গেছে। আমের মুকুল ঝড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি নিরুপণ করা না গেলেও এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নওয়াগাঁও গ্রামের বাবুল মিয়া জানান,আম গাছে মুকুল যে পরিমাণ এসেছিল, তাতে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। কিন্তু অসময়ের শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে সব মুকুল ঝড়ে গেছে। শিলাবৃষ্টিতে আমের মুকুল ঝরে যাওয়ায় আমের ঘাটতি দেখা দিবে।

গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু বলেন, শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আমের মুকুলের পাশাপাশি কিছু সবজিও নষ্ট হয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT