ঢাকা (রাত ১০:৫৩) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সুপার সাইক্লোন আম্পান সিলটের দিকে অগ্রসর হচ্ছে

<script>” title=”<script>


<script>

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ  সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে সিলেটে বুধবার দিনে ও রাতে বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সিলেট ও ময়মনসিংহের দিকে এটি অগ্রসর হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আবহাওয়া বিভাগ বলছে, আম্ফানের প্রভাব সিলেট নগরে তেমন পড়বে না। তবে উজানে বৃষ্টিপাত বাড়বে। এ কারণে প্রধান নদ-নদীর পানি কিছুটা বাড়ার শঙ্কা আছে। একই সাথে সীমান্তবর্তী জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট আবহাওয়া কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘আম্ফান মূলত উপকূলঘেষা খুলনা ও রাজশাহী বিভাগে প্রভাব ফেলবে। এছাড়া রংপুরের আংশিক এলাকায় প্রভাব ফেলতে পারে। একইসাথে ময়মনসিংহ দিয়ে এটি সিলেটের দিকে কাল অগ্রসর হতে পারে। তবে এর আগেই এটি দুর্বল হয়ে পড়বে। ফলে তেমন প্রভাব সিলেটে পড়বে না।’
তবে বৃহস্পতিবার ভোর রাতের দিকে আম্ফানের প্রভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। একইসাথে বাতাসের গতিবেগও বেশি থাকবে বলেও জানান তিনি।
শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT