ঢাকা (রাত ৩:২৯) শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সাঘাটায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Digital Camera

<script>” title=”<script>


<script>

গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়ায় গতকাল শুক্রবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- উক্ত প্রকল্প পরিচালক কৃষিবীদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী। তিনি তার বক্তব্যে বলেন- বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। তাই বর্তমান সরকার কৃষকদের আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য উপজেলা পর্যায়ে এ কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আপনারা প্রশিক্ষণের বিষয়গুলো গুরুত্ব সহকারে ধারণ করে ক্ষেতে খামারে কাজ করবেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পরিচালক কৃষিবীদ মোঃ কামরুজ্জামান, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, মনিটরিং অফিসার কৃষিবীদ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাদেকুজ্জামান, কৃষিবীদ ওয়ালিউর রহমান প্রমুখ। এর আগে প্রকল্প পরিচালক কৃষিবীদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী নব নির্মিত উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবিল আয়াম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহিদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মোকছেদুল ইসলাম, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আব্দুর রউফ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT