ঢাকা (বিকাল ৪:৫০) শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

রিচার্লিসন ম্যাজিকে ব্রাজিলের রাজকীয় শুরু

<script>” title=”<script>


<script>

বিশ্বকাপের রাজা বলা হয় ব্রাজিলকে। সবকটি বিশ্বকাপ আসরে খেলা একমাত্র দল ব্রাজিল শিরোপা জিতেছে পাঁচবার। আজ সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করেছে সেলেসাওরা। দোহার লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের শুরুটাও হলো রাজকীয়।

ফরোয়ার্ড রিচার্লসনের জোড়া গোলে সেলেসাওরা জিতেছে ২-০ গোলে। ম্যাচের শুরুটা অবশ্য হতাশাজনক ছিল ব্রাজিলের। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি তারা। ব্রাজিল স্বরূপে ফিরে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬২তম মিনিটে নেইমার কাটিয়ে ডি বক্সে ভিনিসিয়ুস জুনিয়রকে পাস দেন। এরপর বাঁ দিক থেকে কোনাকুনি শট নেন ভিনি। সেই শট সার্বিয়ার গোলরক্ষকের গায়ে লেগে আসে রিচার্লিসনের সামনে। গোলের সেই সহজ সুযোগ মিস করেনটি এই ‘নাম্বার নাইন’।

৭৩তম মিনিটে এই রিচার্লিসনের পা থেকে আসে এবারের আসরের অন্যতম সেরা গোলটি। ভিনিসিয়ুসের ভাসিয়ে দেওয়া বলে বাইসাইকেল কিকে গোল করেন রিচার্লিসন। ব্রাজিল এগিয়ে যায় ২-০ গোলে। এরপর আর কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি ব্রাজিল। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT