ঢাকা (রাত ২:৫৬) শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বেকারীর দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান,২০ হাজার টাকা জরিমানা

<script>” title=”<script>


<script>

নওগাঁর রাণীনগর উপজেরার খট্রেশ্বর হাদী পাড়ার একটি বেকারী দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া ওই দোকানের লক্ষাধীক টাকার মেয়াদ উর্ত্তিণ বেকারী খাদ্যসামগ্রী জব্দ করা হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন জানান,সদরের পুরাতন হাট খোলা হাদী পাড়ার গৌড় চন্দ্র সরকারের ছেলে উৎপল সরকার একটি পুরাতন হাটখোলায় দোকান ভাড়া নিয়ে পাউরুটি,চানাচুর,বিস্কুটসহ বিভিন্ন বেকারী খাদ্য সামগ্রী ক্রয় করে ওই দোকানে মজুদ রেখে বিভিন্ন এলাকায় দোকানে দোকানে সরবরাহ করে আসছেন। তবে তার দোকানের অধিকাংশ মালামালই মেয়াদ উর্ত্তিণ এবং ভেজাল ও খাবার অনুপুযোগী।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানে মেয়াদ উর্ত্তিণ পাউরুটি,বিস্কুট,চানাচুরসহ নানা রকম বেকারী খাদ্য সামগ্রী রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ওই দোকানে রাখা এসব মেয়াদ উর্ত্তিণ খাবার অনুপুযোগী লক্ষাধীক টাকার বেকারী সামগ্রী জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT