ঢাকা (রাত ১:২৬) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বাড়লো সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা



করোনাভাইরাস মহামারির কারণে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেয়া হচ্ছে। তবে বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে বয়সসীমার এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ সালের ২৫ মার্চ যাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়েছে তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সব বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। চাকরির আবেদনে ৩৯ মাস ছাড় পাচ্ছেন আবেদনকারীরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে যেসব মন্ত্রণালয় বা বিভাগ ও এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দপ্তর/প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ তারিখ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে এসব প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রজ্ঞাপনে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালের ২ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২১ মাস ছাড় দিয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT