ঢাকা (বিকাল ৩:৪১) শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

পরগনাহী দৌলতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষের মৃত্যুতে সার্বজনিন মহলের শোক বার্তা

<script>” title=”<script>


<script>

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও তারাদরম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা লুৎফুর রহমান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দুপুরে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী—রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। শনিবার বিকেলে সাড়ে ৫.৩০মিনিটের সময় উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভূগা মোকাম সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের সার্বজনিন গোরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়। মৌলভীবাজারের বড়লেখার বিশিষ্ট আলেম-এ দ্বীন অধ্যক্ষ হাফেজ মাওলানা লুৎফুর রহমানের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, ইটাউরী (মহিলা) আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আব্দুল আহাদ, সুজাউল ফাজিল মাদ্রাসার সাবেক উপাধক্ষ মাওঃ আ.ক.ম আব্দুল আজিজ,পরগনাহী দৌলতপুর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল গফ্ফার, উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ সাইফুল্লাহ, বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল্লাহ, সুজাউল ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওঃ বদরুল ইসলাম, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন ও সাংবাদিক মোঃ ইবাদুর রহমান জাকির প্রমূখ। হাফেজ মাওলানা লুৎফুর রহমান ১৯৯৫ সালে আরবি প্রভাষক হিসেবে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা যোগদান করেন। ২০১৯ সালে তিনি এ মাদ্রাসায় অধ্যক্ষ পদে আসিন হন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT