ঢাকা (বিকাল ৫:৪৫) মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

নড়াইলে গ্রীন ভয়েসের উদ্যোগে হাট-বাজারে মাস্ক-লিফলেট বিতরণ

<script>” title=”<script>


<script>

করোনার বিস্তার রোধে নড়াইলের লোহাগড়ায় পরিবেশবাদী যুব সংগঠন ”গ্রীন ভয়েস” এর উদ্যোগে হাট-বাজার, বাস স্টান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিনামূলে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদের সামনে মাস্ক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জী।

সূত্র জানায়, গ্রীন ভয়েস এর কর্মীরা করোনার বিস্তার রোধে লিফলেট বিতরণ, মাইকিং, মাস্ক বিতরণ করছে। সাধারণ মানুষকে সচেতন করতে করোনা সম্পর্কিত নানা তথ্য তুলে ধরছে। বৃহস্পতিবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে গ্রীন ভয়েস কর্মীরা পাঁচশতাধীক মাস্ক বিতরণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জী সাধারণ মানুষকে মাস্ক পরিধান করে ঘরের বাহিরে চলাচলের পরামর্শ দেন। তিনি বলেন, নিজে সুস্থ থাকলে পরিবারও নিরাপদ থাকবে। দেশকে করোনা মুক্ত করতে হলে পরস্পরের সহযোগিতা প্রয়োজন।

বিতরণ ও প্রচারণাকালে আওয়ামী লীগ নেতা সৈয়দ শরিফুল ইসলাম সরু, গ্রীন ভয়েস কর্মী মোঃ শরিফুজ্জামান, ইকবাল হাসান শিমুল, লিটন রেজা, সরদার রইচ উদ্দিন টিপু, রোজি মাহবুব, রনি, পুলিশ কর্মকর্তা সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক সপ্তাহ এ কার্যক্রম চলবে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT